
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বেলদারপাড়া সাবিত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ২০ নং ওয়ার্ড বিএনপি রাজশাহী মহানগরের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও সংসদ সদস্য প্রার্থী, রাজশাহী-০২ মামুন অর রশিদ মামুন, সভাপতি, বিএনপি, রাজশাহী মহানগর। মোঃ মাহফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক, বিএনপি, রাজশাহী মহানগর। নজরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি, বিএনপি, রাজশাহী মহানগর। আসলাম সরকার, সহ-সভাপতি, বিএনপি, রাজশাহী মহানগর। উক্ত দোয়া মাহফিলে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও অত্যাচারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। আওয়ামীলীগ শাসন আমলে অনেক জুলুম সহ্য করেছেন কিন্তু জনগনকে ছেড়ে যাননি। পরিশেষে, দোয়া মাহফিলে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।