
পাবনা সাঁথিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১০ ডিসেম্বর) বিকেলে পৌর সদরের সাঁথিয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
কাজি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম ও শামসুজ্জামান নান্নু’ র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা ০১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি ঠান্টু, সহ-সভাপতি মসিউর রহমান টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক ফজলুল হক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাঁথিয়া বাজার মসজিদের ইমাম ইসতিয়াক আহমেদ মিন্টু।অনুষ্ঠানে সাঁথিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল নিয়ে উপস্থিত হতে দেখা যায়।