
মানিকগঞ্জ পৌরসভাধীন ১ নং ওয়ার্ড পশ্চিম সেওতা রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ শতাধিক নারী মানুষ।
৭ই ডিসেম্বর ২০২৫ ইং রবিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ পৌরসভারধীন ১ নং ওয়ার্ড পশ্চিম সেওতা রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাধারণ জনগণ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে রাস্তার দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন। পশ্চিম সেওতার শত শত লোকের অভিযোগ আক্তার হোসেন এবং হাশেম গং পরিকল্পিতভাবে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। মানববন্ধনে অভিযোগ করা হয় আক্তার হোসেন জেলা প্রশাসক কার্যালয়ে ড্রাইভার হওয়ার সুবাদে দাপট খাটিয়ে এলাকাবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের রাস্তা প্রতিবন্ধীকতার সৃষ্টি করে।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ নূরে মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে মুসল্লিরা এবং ছেলেমেয়েরা যেন মসজিদে যাইতে না পারে সেই জন্য পূর্বপরিকল্পিত
ভাবে যাতায়াতের রাস্তা আক্তার গং এবং হাশেম ১০০ বছরের যাতায়াতের পুরাতন রাস্তা বন্ধ করে দেয়।
মানববন্ধনকারীদের আরো অভিযোগ এলাকাবাসীদের উপস্থিতিতে সার্ভেয়ারের মধ্যস্থতায় যাতায়াতের রাস্তা দেওয়ার জন্য রাজি থাকা সত্ত্বেও আক্তার ও হাশেম যাতায়াতের রাস্তা পরবর্তীতে দিতে অস্বীকৃতি জানায়।
অভিযোগকারীদের পক্ষ থেকে ডাক্তার হারুন মুন্সি বলেন সাবেক কাউন্সিলরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত থেকে রাস্তা সমস্যা সমাধান করে দিলেও পরবর্তীতে আক্তার ও হাশেম রাস্তা বন্ধ করে দেয়।
এলাকাবাসী নিরুপায় হয়ে অবশেষে জেলা প্রশাসক মহোদয়ের নিকট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর রাস্তা দেওয়ার আবেদন পেশ করেন। এলাকাবাসীর আশা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ জনগণের সুবিধার্থে যাতায়াতের রাস্তা দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
