জাতীয় মানবাধিকার সোসাইটি-চট্টগ্রাম এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ সম্পন্ন করেছে আজ ১০ ডিসেম্বর ২০২৫।'মানবাধিকার প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম.নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এবং এড. সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধিন চট্টগ্রাম মডেল স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী,সাবেক পিপি (দুদক,চট্টগ্রম) এড. এস ইচ এম হাবিবুর রহমান আজাদ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক নেতা মোঃ মাসুদ পারভেজ,কেয়া'র মহাসচিব মো.রফিকুল ইসলাম মল্লিক,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিরাজ মাহমুদ,সাংবাদিক মোঃ শাহিন আলম,সাংবাদিক সৈয়দ মোহাম্মদ কাওসার আশরাফী।
এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ,মো. রুবেল শেখ,ইয়াসমিন ইসলাম, মো.সাইফুল্লাহ সিদ্দিকী,মো.আশিক, রুমানা পারভীন,কনিকা দাস, লাকি আক্তার,মেহেদী হাসান, লাকি দাস, মোমিনা আক্তার, সুপন দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন,'মানবাধিকার কোনো আনুষ্ঠানিক দিবসের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার এবং নৈতিক দায়িত্ব।' প্রতিদিনের আচরণ, ব্যবহারে, সিদ্ধান্তে এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই মানবাধিকার বাস্তব রূপ লাভ করে।বাস্তবে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া,প্রতিদিনের দায়িত্ব এবং প্রতিদিনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করাই আমাদের প্রকৃত কর্তব্য।