
বগুড়ার ধুনট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় কালেরপাড়া গোসাইবাড়ী, ভান্ডারবাড়ী, চৌকিবাড়ী, ধুনট সদর ও মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যানরা ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তারা নবাগত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এরআগে বিকেল সাড়ে ৪টায় উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এস.এম. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে ওসির প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।