
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজাহার আলী (৭০) নামের এক কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতি গ্রামে নিজ বাড়ির পাশের একটি জিগা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
মথুরাপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফ আলী জানান, পেশায় কাঠুরিয়া আজাহার আলীর ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। সন্তানদের বিয়ের পর তারা পৃথক সংসারে বসবাস করেন। ঢাকায় চাকরিরত ছোট ছেলে বাবা-মায়ের দেখভাল করতেন। বৃহস্পতিবার জোলাগাঁতি দরগা মাজার শরিফে বার্ষিক ওরস মাহফিল উপলক্ষে ছোট ছেলে ও মেয়েরা ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ওরসে যান আজাহার আলী।
শুক্রবার সকালে ছোট ছেলে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গেলে গাছে রশি দিয়ে ঝুলে থাকা বাবার মরদেহ দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে রশি কেটে মরদেহ নিচে নামান। পরিবারের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরে আজাহার আলী মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই অমিত হাসান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।