
দিঘলিয়া উপজেলার সেনহাটি ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। গতকাল রবিবার(৭ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পূর্ব সেনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। নির্বাচনী সমাবেশে বিষেশ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলার আমির মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, মোঃ মুরাদুর রহমান, সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মানিক লস্কর, ৯নং ওয়ার্ড সেক্রেটারি আবু হানিফ মামুন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ত শেখ রওশন আজাদ সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কবিরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতী কাজকে বেগবান করতে হবে। এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে হবে। আগামীর বাংলাদেশের সংসদ হবে কোরআনের। জামায়াতে ইসলামী দেশ পরিচালনা দায়িত্ব পেলে দেশে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজী, ঘুষ, দুর্নীতি থাকবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সকল দলের কর্মকাণ্ড ও মতপার্থক্য দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও মানুষের মাঝ থেকে খুন, ঘুষ, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, মাদক, জুয়া কোনোটায় বিদায় হয়নি। মাত্র হাত বদল হয়েছে। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।
তিনি আরও বলেন বিগত সরকারগুলো এদেশের মানুষের মাঝে সন্ত্রাস ও আগুন সন্ত্রাস চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফরমূলা প্রবর্তন করেছিল। বাংলাদেশে শোষণহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করা হবে। নতুন বাংলাদেশে তাদেরকে
মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হবে।