র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৬:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ হুজরাপুর, খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুর পাড় হতে মাদক কারবারী ১। মোঃ সেন্টু রহমান (৪৩), পিতা-মইদুল রহমান, সাং-গন্ধশাইল, পোঃ রাজবাড়ীহাট ৮নং ওয়ার্ড ৬নং পারুইল ইউপি, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ'কে ২০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, ০৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ হুজরাপুর খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুর পাড়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ হুজরাপুর খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুর পাড় হতে ১৬:০০ ঘটিকায় মাদক কারবারী ১। মোঃ সেন্টু রহমান (৪৩), কে ২০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।