আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১০ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, প্রবীণ সাংবাদিক মোঃ জাহিদুল করিম কচি।
তিনি ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মানববন্ধনে বক্তব্য রাখেন।এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবং গণ মানুষের অসহনীয় দুর্ভোগ কোন মিডিয়াতে ভালো করে প্রকাশ করার সুযোগও দেয়নি। আজ সেই সময়ের অবসান ঘটিয়ে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি।
মানবাধিকার সংগঠক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম সচিব মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মীর, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মোঃ শাহরিয়ার সমুন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানবাধিকার সংগঠক মোঃ মনিরুল ইসলাম, মোঃ তানভীর হোসেন, মহিলা নেত্রী শাহনাজ পারভীন,জিয়াউল হক জিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকাল ৭টায় উত্তর পতেঙ্গাস্থ স্টিল মিলস বাজার এলাকায় মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও রেলী এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।